টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা মৎস্য অফিস।
বুধবার (১২ জুলাই) দুপুর ৩ টা থেকে বিকেল সাড়ে ৬ টা পর্যন্ত উপজেলার ফুলকি ইউনিয়নের করটিয়াপাড়া এলাকায় অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, অভিযান চালিয়ে ৫০টি চায়না জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বাসাইল থানার পুলিশ সদস্য ও উপজেলার মৎস্য অফিসসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।