“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরুখ খান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেয়ামত উল্ল্যাহ, টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বিপ্লব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, সাংবাদিক সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আল-আমিন ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা নুরে ই- লায়লা, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে পক্ষে হাবলা টেঙ্গুরিপাড়া উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে বিজয়ী হিসেবে বিচারকগণ বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম ঘোষণা করেন। শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সনদ উপকরণ বিতরণ করা হয়।