টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।এনিয়ে উপজেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।
নতুন আক্রান্তের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন স্টাফ,ফুলকি ইউনিয়নের জশিহাটী গ্রামের দুইজন স্বামী ও স্ত্রী,আক্রান্ত স্বামী ও স্ত্রী দেলদুয়ার উপজেলার এলাসিন থাকেন ও এলাসিন গ্রামীণ ব্যাংকে চাকুরি করেন। করাতিপাড়াতে দুই জন মা ও ছেলে রয়েছেন।মনি ক্লিনিকের কর্মরত একজন চিকিৎসক রয়েছেন।তিনি উপজেলার ময়থা গ্রামের বাসিন্দা।
ডা. ফিরোজুর রহমান বলেন, গতকাল ১৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়।আজ সকালে ১৮ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ এসেছে। উপজেলায় এপর্যন্ত ১৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪১জনে।
উল্লেখ্য, এপর্যন্ত উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২৮ জনের।