প্রকৃতি ও জীবন ক্লাব টাঙ্গাইল শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৩ জুন) সকালে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাঁঠালতলি থেকে সৈদামপুর বাজার নতুন সড়কের দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য এডঃ জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
এসময় উপস্থিত ছিলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরীফ সুপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, অধ্যাপক তরুণ ইউসুফ, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান শিশির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়কারী মুসলিম উদ্দিন আহমেদসহ প্রমুখ।
প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা হারুন অর রশিদ জানান, টাঙ্গাইলে এই ক্লাবের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে অন্তত পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হবে।