টাঙ্গাইলের বাসাইলে ”বাংলাদেশ মানবাধিকার কমিশন” বাসাইল পৌর শাখা ও বাসাইল উপজেলা শাখার ২০২০-২২ দু”বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার(৫ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপি নানা আয়োজনে টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
শনিবার সকাল ৯ টায় বাসাইল হাসপাতাল সংলগ্ন দিপু মার্কেটে নতুন স্থাপিত মানবাধিকার কমিশনের বাসাইল উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়।
পরে উপজেলা মিলনায়তনে বাসাইল উপজেলা শাখার সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার বাসাইল প্রতিনিধি আশিকুর রহমান পলাশের সভাপতিত্বে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন।
এসময় নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাসরিন জাহান খান বিউটি।
দুপুরে বাসাইল উপজেলার পাশ্ববর্তী তরফপুর গ্রামের লাল পাহাড়ে বাসাইল উপজেলা শাখা ও পৌর শাখার আয়োজনে নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান ও আইডি কার্ড বিতরন করা হয়।
পরিচিতি অনুষ্ঠান ও কার্ড বিতরন পর্বে আশিকুর রহমান পলাশের সভাপতিত্বে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে এক আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে এলাহী, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাসরিন জাহান খান বিউটি, সাধারন সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন, বাসাইল থানা সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান, চ্যানেল আই টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বাসাইল পৌর শাখা ও উপজেলা শাখার নবগঠিত সদস্যবৃন্দ ও উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই মধ্যাহ্ন ভোজে শরিক হন।
উল্লেখ্য যে , জুবদিল খানকে সভাপতি ও আব্দুল আলিম মিয়াকে সাধারণ সম্পাদক মনোনিত করে বাসাইল পৌরসভার জন্য ১০ সদস্য বিশিষ্ট এবং আশিকুর রহমান পলাশ কে সভাপতি ও মো: সাইদুল ইসলাম দিপুকে সাধারন সম্পাদক মনোনিত করে উপজেলা শাখার জন্য ২৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
সারাদিন ব্যাপি অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম দিপু।