টাঙ্গাইলের বাসাইলে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বাজার মনিটরিং করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে সাধারণ শিক্ষার্থীরা বাসাইল কাঁচা বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শিক্ষার্থীরা বাসাইল বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং শুরু করে। যা সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। শিক্ষার্থীরা বলছে, যাতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে পারে। এ জন্য টিম গঠন করে বাজার মনিটরিং করা হচ্ছে। এসময় শিক্ষার্থীরা ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত সিকদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুঁই, মাসুমা আক্তার, বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী সুরভী ইসলাম, ইসলামি বিশ্ববিদ্যালয়ের আঁখি আলমগীর, বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলামিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিথিলাসহ অন্যরা।