টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধা ও জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম জহির মাষ্টারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার দুপুরে বাসাইল মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক সভাপতি জহিরুল ইসলাম ডিপটি, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর মুক্তিযোদ্ধা বাবুল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শফিউল আরেফিন খানশুর সুজনসহ অন্যরা। এর আগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের সময়সীমা বেধে দেয়।