টাঙ্গাইলের বাসাইলে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি এড.আকবর আলী।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক শাহিন সিকদার,যুব নেতা আলাল খানশুর প্রমুখ।
পরে হুসাইল মুহাম্মদ এরশাদের আত্মার শান্তি ও জাতীয় পার্টির সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।