টাঙ্গাইলের বাসাইলে সিএনজি চালিত অটোরিক্সার চাপায় মারা গেল এক মাদরাসার ছাত্রী। আজ দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাদরাসা ছাত্রীর নাম সুরাইয়া আক্তার (১০)। সে উপজেলার বিয়ালা গ্রামের সলিম ভূইয়ার মেয়ে।
বাসাইল থানার উপ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, আজ দুপুর ১২টার দিকে উপজেলার বিয়ালা গ্রামের একটি মাদরাসার প্রথম শ্রেণীতে পড়–য়া ছাত্রী সলিম ভূইয়ার মেয়ে সুরাইয়া আক্তার ছুটি শেষে টাঙ্গাইল-বাসাইল সড়কের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বাসাইল থেকে টাঙ্গাইলগামী সিএনজি চালিত একটি অটোরিক্সা বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অপর একটি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে সুরাইয়ার উপর গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সুরাইয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সার অপর ৫ জন আহত হয়।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.