টাঙ্গাইলের বাসাইলে ১৯ মাসের এক কন্যা শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত
শিশু মাইশা উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না মধ্যপাড়া গ্রামের গোপীবাড়ির ড্রাইভার মাসুদুল হকের মেয়ে। এনিয়ে বাসাইলে করোনা আক্রান্তের সংখ্যা সর্বোমোট ১৫ জন।
রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।
মাইশা’র পারিবারিক সূত্রে জানাযায়, একসপ্তাহ আগে জ্বর,ঠান্ডা,কাশিতে আক্রান্ত হলে তাকে টাঙ্গাইলের ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় এবং এসংক্রান্ত টেষ্ট করানো হয়। অবস্থার কোন উন্নতি না হওয়ায় গত বৃহঃস্পতিবার(২ জুলাই) তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে করোনা পরীক্ষা’র নমুনা সংগ্রহ করা হয়। রবিবার সকালে মাইশা’র রিপোর্ট পজেটিভ আসে।
ডা. ফিরোজুর রহমান বলেন, শিশুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেখানে তার নমুনা নেওয়া হয়। আজ তার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। সবমিলে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫জনে।
উল্লেখ্য, গত বছর মাইশা’র ২৪ মাস বয়সের এক ভাই জ্বর,ঠান্ডায় আক্রান্ত হয়ে মারা যায়।