আগামী ১৫ জুন বাসাইল উপজেলার সদর ও কাশিল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কাশিল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা রাজিক এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহানুর রহমান সোহেল। শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেন।
শুক্রবার রাতে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কর্মী সমর্থকরা পোস্ট দিচ্ছেন। এছাড়া মির্জা রাজিক ও সোহানুর রহমান সোহেল মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।