টাঙ্গাইলের বাসাইলে সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজে ২০২৩ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আরিফুন্নাহার রিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ অধ্যাপক এম. এ সামাদ।
বরেন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ( আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) সিনিয়র সহকারি সচিব আমিন শরিফ সুপন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রাহাত হাসান টিপু, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, কবি ও সাহিত্যিক নাসরিন বেগম সহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ সুনীল রায় স্বপন। আলোচনা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়। এবছর প্রতিষ্ঠানটি হতে ১৬১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে।