লাল-সবুজের পতাকা আমাদের মনে করে দেয় মহান মুক্তিযুদ্ধের কথা। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় স্বাধীন হয়েছিল বাংলাদেশ। একদিন পরেই পালিত হবে মহান বিজয় দিবসের সূবর্ণ জয়ন্তী ১৬ ডিসেম্বর।
মহান বিজয় দিবসের সূবর্ণ জয়ন্তী উদযাপন করতে অপেক্ষায় পুরো দেশবাসী। চারদিকে আনন্দের উল্লাস। সারাদেশ জুড়ে উড়বে লাল-সবুজের পতাকা। বিজয়ের মাস এলেই লাল-সবুজ ফেরিওয়ালাদের পতাকা বিক্রির ধুম পড়ে। ফেরিওয়ালাদের হাতে পতপত করে উড়ছে বিজয়রে নিশান বাংলাদেশের লাল-সবুজের পতাকা। তাদের পতাকা হাতে পথচলা যেন মুগ্ধকর দৃশ্য।
বিজয়ের মাসে ভ্রাম্যমাণভাবে টাঙ্গাইলের ধনবাড়ীতে লাল-সবুজের ফেরিওয়ালারা রাস্তায় ঘুরে-ঘুরে পতাকা বিক্রি করছে। তাদের দেখে পতাকা কিনতে ক্রেতারাও ভিড় জমাচ্ছে। যার যার চাহিদা অনুযায়ী মাপ মত নিচ্ছে পতাকা।
কলেজ শিক্ষার্থী মাফুজ আহমেদ বলেন, লাল সবুজের পতাকা আমাদের অহংকার। ছোট ভাগ্নের জন্য পতাকা নিলাম। ছোটদের হাতে পতাকা তুলে দিলে স্বাধীনতা সম্পর্কে তাদের জানার আগ্রহ বাড়বে।
ধনবাড়ি বাস ষ্ট্যান্ড চত্বরে কথা হয় লাল-সবুজের ফেরিওয়ালা মাদারীপুরের শিবচর উপজেলার চরকামার কান্দি গ্রামের মো. হাফিজুর ইসলাম (২২) এর সাথে। মো. হাফিজুর ইসলাম বলেন, ‘আমার পরিবার দরিদ্র হওয়াতে তেমনটা পড়ালেখা করতে পারিনি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে সংসারের হাল ধরতে হয়েছে। সারা বছর রঙের কাজ করি। বিজয় মাস এলেই রঙের কাজ বাদ দিয়ে জাতীয় পতাকা বিক্রি করতে বিভিন্ন এলাকায় ছুটে যাই। শিবচর থেকে পতাকা বিক্রি করতে করতে ধনবাড়ী উপজেলায় এসেছি।
ধনবাড়ীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী বলেন, দেশের জন্য নিজের জীবন বাঁজি রেখে এদেশকে স্বাধীন করেছি। লাল-সবুজের পতাকাই আমাদের মনে করে দেয় বিজয়ের কথা। লাল-সবুজের পতাকা মানুষের মাঝে বিজয়ের চেতনা জাগিয়ে তুলে।