প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২০, ৪:৫৮ পি.এম
বিয়ের পিঁড়িতে বসা হলো না চঞ্চলের
বিয়ের পিঁড়িতে বসা হলো না মালয়েশিয়া ফেরত জামিল হাসান চঞ্চলের। চারদিন আগে তার গায়ে হলুদ হওয়ার কথা ছিল। এর পরদিন বিয়ে। কিন্তু শুভক্ষণের মাত্র কয়েক ঘণ্টা আগে বিয়ের বাজার করে ফেরার পথে ঘটে একটি দুর্ঘটনা।এতে গুরুতর আহত হয়ে চারদিন হাসপাতালে থেকে অবশেষে মারা গেলেন চঞ্চল।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে সাভার এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চঞ্চলের মৃত্যু হয়।
এর আগে, ৬ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চল টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া পশ্চিমপাড়া (খালের পাড়) এলাকার ইউসুফ আলীর একমাত্র ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আল ইমরান আরিফ।
নিহতের স্বজনরা জানান, দেড় মাস আগে মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন চঞ্চল। কয়েকদিন আগেই পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার গোলড়া গ্রামের মজনু মিয়ার প্রথম মেয়ের সঙ্গে তার বিয়ের রেজিস্ট্রি হয়। ৭ ডিসেম্বর বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। এর আগের দিন দুপুরে বিয়ের বাজার শেষে আইসড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন চঞ্চল। পথে বাজারের পশ্চিম পাশে ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে চঞ্চলের মুখ ও মাথার সামনের অংশ থেঁতলে যায়। পরে স্থানীয় বন্ধু ও স্বজনরা গুরুতর অবস্থায় চঞ্চলকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হওয়ায় স্বজনরা তাকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নেন। সেখানে ৭ ডিসেম্বর অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। চারদিন পর সেখানেই বৃহস্পতিবার দুপুরে মারা যান চঞ্চল। এদিকে, বিয়ের আগে বরের এমন মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন কনে। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.