আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণে মার্চের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ২৩২ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন বিশ্বের ১৯টি দেশে। এঁদের মধ্যে প্রায় অর্ধেক (৬০৭ জন) মারা গেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে। মূলত মধ্যপ্রাচ্য সহযোগিতা সংস্থা বা জিসিসির সদস্যভুক্ত দেশগুলোতেই কাজ করেন বাংলাদেশি কর্মীরা। অন্তত মে মাসের শুরুর দিকেও ওই দেশগুলোতে করোনাভাইরাস ততটা প্রবলভাবে আঘাত করতে পারেনি বাংলাদেশিদের।
গত দেড় মাসে হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণে বাংলাদেশের লোকজনের মৃত্যু আর আক্রান্ত হওয়ার কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে, মধ্যপ্রাচ্যের সব দেশেই গাদাগাদি করে ডরমিটরিতে থাকতে হয় বাংলাদেশের কর্মীদের। ফলে এটি তাঁদের মধ্যে করোনার মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার প্রধান কারণ। তা ছাড়া কর্মীদের বড় অংশ বড় বড় বিপণি, জনসমাগম বেশি এমন জায়গায় কাজ করেন। এটিও রোগ ছড়ানোতে বড় ভূমিকা রাখছে। এর পাশাপাশি তেলের দাম কমে যাওয়াতে মধ্যপ্রাচ্যের সব দেশেই বিদেশি কর্মীদের ছাঁটাইয়ের বিষয়টি জোরের সঙ্গে আলোচনায় রয়েছে। ফলে বিপুল টাকা খরচ করে ঋণে জর্জরিত লোকজন নিজের চেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বেশি উৎকণ্ঠায় ভুগছেন।