নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ব্যালটে ভোট হবে বলে অন্য কোনও খারাপ চিন্তা কারো থাকলে তা ঝেড়ে ফেলুন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কোনও ছাড় দেয়া হবেনা। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের কালিহাতীর বীরবাসিন্দা ও পারখী ইউপি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে সকল স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে কোনও প্রকার ছাড় দেয়া হবে না। আপনারা সকল প্রার্থীরাই সুষ্ঠু নির্বাচন চেয়েছেন। জাতীয় নির্বাচনে ব্যালটে হবে, এজন্য বর্তমান কমিশন ব্যালটের অভিজ্ঞতা নিচ্ছে। ব্যালটের সুষ্ঠু ভোটের নজির তৈরি করুন আপনারা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ না থাকলে ভোটার পাবেন না। ভোটার না থাকলে আপনাদের প্রার্থীতার কোনও মূল্য নেই।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের একান্ত সচিব হাবিবা আখতার ও সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় সকল চেয়ারম্যান প্রার্থী, কয়েকজন সংরক্ষিত সদস্য ও সদস্য প্রার্থীরা নির্বাচনী পরিবেশ তাঁদের বক্তব্য ও অভিযোগ তুলে ধরেন। সকল সকল প্রার্থীরাই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চেয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই সোমবার বীরবাসিন্দায় ১৬হাজার ৭শত ৫জন ও পারখীতে ১৬হাজার ৫শত ৮৪জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।