হায়দরাবাদ: করোনার ভ্যাক্সিনের ক্ষেত্রে প্রথম সাফল্যের মুখ দেখল ভারত। এবার ভারতের মানবদেহে ট্রায়াল শুরু হচ্ছে ভ্যাক্সিনের। ভারতীয় সংস্থা ‘ভারত বায়োটেক’ তৈরি করেছে করোনার ভ্যাক্সিন COVAXIN. সোমবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ভ্যাক্সিনের মানব শরীরে ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে।
ভারত বায়োটেকের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রি-ক্লিনিক্যাল স্টাডিজের পর যে রিপোর্ট দেওয়া হয়েছিল, তার ভিত্তিতেই স্বাস্থ্য মন্ত্রক এই অনুমোদন দিয়েছে। ফেজ ওয়ান ও ফেজ টু ট্রায়াল শুরু হবে ভারতে। জুলাই মাস থেকেই সেই ট্রায়াল শুরু হবে বলে জানানো হয়েছে।
আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সঙ্গে যৌথ উদ্যোগে এই ভ্যাক্সিন তৈরি করা হয়েছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে আলাদা করা হয়েছিল করোনা ভাইরাসের স্ট্রেন। আর তা দিয়েই চলছিল ভ্যাক্সিন তৈরির কাজ।
তথ্য বলছে, টিকা তৈরির ক্ষেত্রে যুগান্তকারী এই সংস্থা। এখনও পর্যন্ত ১৬টি টিকার পেটেন্ট রয়েছে এই সংস্থার হাতে। যেগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ২০০৯-এর অতিমারীর কারণ এইচ১এন১ ফ্লুয়ের টিকাও। ফ্লুজেন সংস্থার ইনফ্লুয়েঞ্জার টিকা রয়েছে, নাম এম২এসআর, এই টিকার ওপরে কাজ করে করোনার ওপর টিকা তৈরির চেষ্টা চলছে।
অন্যদিকে বিশ্বজুড়ে ইতিমিমধ্যেই ১ কোটি ৯৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। এরমধ্যে ৫ লক্ষ ৩৯০ জনের মৃত্যুও হয়েছে। আমারিকায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৭৪৭ জন। ব্রাজিলে সংখ্যাটা ৫৭ হাজার ৬২২ জন ও ব্রিটেনে ৪৩,৫৫০ জন।
তথ্যসূত্রঃ Kolkata 24×7