টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ কেজি এলপি গ্যাস সাড়ে ১৩শ থেকে ১৪শ টাকায় বিক্রি হচ্ছে। ২ এপ্রিল রবিবার থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের নির্ধারিত মূল্য ১১৭৮ টাকা খুচরা গ্রাহকের নিকট বিক্রয়ের বিধান করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না এলপিজি গ্যাস, খুচরা গ্রাহকের নিকট থেকে অতিরিক্ত ২শ থেকে আড়াইশ টাকা পর্যন্ত দাম নেয়া হচ্ছে। এ ব্যাপারে হাজী স্টোরের মালিক খন্দকার কবির হোসেন জানায়, “আমাদের বেশী দামে কেনা আছে। কম দামের গ্যাস আসে নাই, তাই বেশী দামে বিক্রি করছি।” আব্দুল্লাহ এন্টার প্রাইজের নূরুল ইসলাম জানান, সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাসের দাম ১১ শ ৭৮ টাকা। কিন্ত আমাদেরকে ডিরারের কাছে থেকে বেশি দামে কিনতে হয়েছে। তাই একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
ভোক্তা কামরুল ইসলাম জানান, “ যখন দাম বাড়ে তখন কম দামে কেনা এলপি গ্যাস সাথে সাথে বেশী দামে কিনতে হয়। আবার দাম কমলেও ডিলারদের কারসাজিতে বেশী দামে গ্যাস কিনতে হয়। এছাড়া জং ধরা বা নিম্ন মানের গ্যাস সিলিন্ডারও দেখা যাচ্ছে। এটা অন্যায়। বিষয়টি প্রশাসনের দেখা উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ১২ কেজি গ্যাসের দাম বেশি নেয়ার সুযোগ নেই। আমরা দ্রুতই বাজার মনিটর করে ব্যবস্থা গ্রহণ করবো।