টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকালে থানা গেটের দেয়ালে পোস্টার লাগানোয় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম তালুকদার বাবুকে একহাজার টাকা ও অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতীকের আরিফুল হক আরজুকে এক হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আক্তার এ জরিমানা আদায় করেন।
তিনি জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রার্থী ও তাদের সমর্থকরা এসে পোস্টার ছিঁড়ে ফেলেন। ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.