টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৌর শহরের শিয়ালকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ছোট মনির।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহমেদ, থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম তরফদার বাদল, ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস/এস/এস