টাঙ্গাইলের ভূঞাপুরে ওয়ারেন্টভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- পৌর এলাকার ফসলান্দি আজহার মাস্টারের ছেলে সামাউল ওরফে দিপু (৩৬) ও আব্দুল আজিজের ছেলে সাদ্দাম (২৮)।
শনিবার (৬ মে) রাতে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৭ মে) সকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ওসি ফরিদুল ইসলাম জানান, পূর্বের মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি থাকায় দিপু ও সাদ্দাম নামে দুই মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্ররেন করা হয়ছে।