টাঙ্গাইলের ভূঞাপুরে কিডনী দিয়েও স্বামীর জীবন বাঁচাতে পারলেন না লাভলী বেগম। ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট মোন্নাফ আলীর (৫৪) দুটি কিডনি নষ্ট হলে স্ত্রী লাভলী তাকে নিজের একটি কিডনী দেন। তবুও শেষ রক্ষা হলো না।
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোন্নাফ আলীর দুটি কিডনি নষ্ট হয়ে যায়।
মোন্না ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কিডনিজনিত সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। ডাক্তার তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে স্বামীর জীবন রক্ষায় স্ত্রী লাভলী বেগম তার একটি কিডনি দেন।
ডা. প্রতীক দাস ৬ এপ্রিল তার কিডনি প্রতিস্থাপন করে ছিলেন । সফল ভাবে অস্ত্রোপচারের পর মোন্না ও তার স্ত্রী লাভলী বেগম সুস্থ’ ছিলেন। ভারতে তার কাছে অবস্থান করে চিকিৎসাকালীন সার্বক্ষণিক তত্ত্বাবধান যোগাযোগ রক্ষা করছিলেন আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত।
১১ জুলাই (মঙ্গলবার) ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা এবং বলরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে বলরামপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেন আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত।