“মজবুত হলে পুষ্টির ভিত, স্মাট বাংলাদেশ হবে নিশ্চিত।” এই শ্লোগান নিয়ে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার হল রুমে বুধবার (৭ জুন) ৭ থেকে ১৩ জুন ভূঞাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সোবহান, অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সমাজ সেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, ওসি (তদন্ত) লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম দুদু, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এটিএম কামরুজ্জামান, শিশু বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাতুম। উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, ভেটেনারি চিকিৎসক ডা. আবু তারেক প্রমুখ।