“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, থানার তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সৈয়দ মাসুদুল হক টুকু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ মজিদ মিঞা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক প্রমুখ।