টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত হেলাল মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। নিহত শফিকুল ইসলাম (৬০) ভূঞাপুর পৌর শহরের বেতুয়া পলিশা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় হেলাল মিয়ার মা শেফালী বেগম ভূঞাপুর থানায় তার ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাত ১১টার দিকে হেলাল মিয়া তার বাবার কাছে নেশা করার জন্য টাকা চান। টাকা না দেয়ায় হেলাল বাড়ির উঠানে মায়ের সামনে কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে। পরে বাবার চিৎকারে হেলালের বড় ভাই দুলাল মিয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় বাড়িতে নিয়ে আসার পর মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে শফিকুল ইসলাম মারা যান।
হেলালের মা শেফালী বেগম বলেন, ছেলে বখাটে ও নেশাগ্রস্থ ছিল। কোনো কাজকর্ম করতো না। নেশার টাকা জোগাতে না পেরে তার বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মাথায় আঘাত করে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ্ বলেন, মা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।