টাঙ্গাইলেট ভূঞাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষকে বর্ষবরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৪ এপ্রিল) আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় পান্তা ইলিশের ইফতারসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়।
উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার, উপজেলা কৃষি অফিসার ড. মো. হুমায়ুর কবির, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ।