টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকলা দড়িপাড়া দাখিল মাদ্রাসায় বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা সম্পর্কে স্মৃতিচারণে আলোচনা সভা ও ২০২৩ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিষেক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা, অবিভাবক ও ছাত্র ছাত্রীদের সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনাব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু,উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃওয়াজেদ আলী খান,মাদ্রাসা সুপার মোঃ নুরুল হোদা আখন্দ,সহ সুপার আব্দুস সালাম,সহকারী শিক্ষক হোসেন আলী,সহকারী শিক্ষক ফরিদুল ইসলাম,সহকারী শিক্ষিকা শামিমা আক্তার,সহকারী মৌলভী মোতালেব হোসেন, সহকারী শিক্ষক রিমন,সহকারী মৌলভী আনোয়ার হোসেন,সহকারী শিক্ষক সেলিনা খাতুন সহ বিদায়ী ছাত্র ছাত্রী ও তাদের অবিভাবকের এসময় উপস্থিত ছিলেন।