টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ প্রদর্শন, শহীদ আব্দুল কদ্দুসের মাজারে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন।
শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বর মুক্ত মঞ্চে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর, থানা অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ্। এছাড়া ইউপি চেয়ারম্যান, সরকারি-বেসরকারী কর্মকর্তাবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।