টাঙ্গাইলের ভূঞাপুরে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে গণহত্যা দিবসের কর্মসুচি পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা স্থান ছাব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ বেদিতে , মোমবাতি প্রজ্জলন ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি ও স্ত্রী ফারহানা ইসলাম অজান্তা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর মজিদ মিঞা, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল প্রমুখ।