সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা। রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস ছোবহান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোহানুর রহমান সোহান, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহিদ শামস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহী উদ্দিন আহমেদ সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।