টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি’র শ্রমিক দল। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২ মে) বিকাল সাড়ে ৪ টায় পৌর শহরের ঘাটান্দি বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা। প্রধান বক্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু।
অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়া, এসএম ফরহাদুল ইসলাম শাপলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয় প্রমূখ।