টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
মঙ্গলবার বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আমিরুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো:আব্দুর রাজ্জাক , সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
সাংবাদিকদের নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে মামুনুর রশিদ বলেন , ভূঞাপুরে সবসময় সুষ্ঠ নির্বাচন হয় তা এর আগে আমরা জেনেছি এবং আরো সুন্দর আবাধ নিরপেক্ষ নির্বাচন যেনো হয় সেজন্য আমাদের আইনশৃংখলা বাহিনী নির্বাচন কমিশন প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সতর্ক আছি এবং এই সতর্কতার সথে সুষ্ঠ নির্বাচন ভূঞাপুর বাসীকে উপহার দিতে চাই।