সন্ত্রাসী হামলায় বাংলানিউজ ২৪ ও ৭১ টিভির জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ভূঞাপুর উপজেলার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
ভূঞাপুরে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দৈনিক আল-আমীন পত্রিকার প্রতিনিধি মোঃ বদিউজ্জামান খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাসিক,সহ-সভাপতি সৈয়দ সরোয়ার রাজু,সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক,এশিয়ান টিভির ভূঞাপুর প্রতিনিধি জুলিয়া পারভেজ,সাংবাদিক সফিকুল ইসলাম শাহীন,দৈনিক প্রতিদিনের সংবাদের ভূঞাপুর প্রতিনিধি ইব্রাহীম ভূঞা,আরটিভি টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন,আনন্দ টিভির প্রতিনিধি আল আমিন শোভন, ঢাকা পোস্ট এর সাংবাদিক অভিজিৎ ঘোষ,সাংবাদিক আতাউর রহমান মিন্টু,মামুন সরকার,কোরবান আলী তালুকদার,ফরমান শেখ,মোঃ নাসির উদ্দিন,মুহাইমিনুল ইসলাম হৃদয়,মাহমুদুল হাসান,রবিউল ইসলাম ও আরিফুজ্জামান তপু মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার বিচার অতি দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না। অতি দ্রুত হত্যার বিচার ও তদন্ত না হলে আরো কঠোর ও কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছে ভূঞাপুরে কর্মরত সাংবাদিকরা।