টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আ.লীগ সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক কায়সারুল ইসলাম।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন। মোট ভোটারের শতকরা ১ ভাগ ভোটারের স্বাক্ষরের মধ্যে জাল স্বাক্ষর থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।
স্বতন্ত্র প্রার্থী সানির মনোনয়নপত্র বাতিল হওয়ায় এই আসনে এখন প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর সংখ্যা ৯ জন। এরা হলেন খান আহমেদ শুভ এমপি (আ.লীগ), মো. জহিরুল ইসলাম (জাতীয় পার্টি), গোলাম নওজব চৌধুরী (ওয়ার্কার্স পার্টি), মনজুর রহমান মজনু (জাসদ ইনু), মোক্তার হোসেন (জাকের পার্টি), রুপা রায় চৌধুরী (বাংলাদেশ কংগ্রেস), আরমান হোসন তালুকদার তাপস (কৃষক শ্রমিক জনতা লীগ), মীর এনায়েত হোসেন মন্টু (স্বতন্ত্র) ও মোশারফ হোসেন (স্বতন্ত্র)