টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন বোয়ালী নামক স্থানে তাদের পরিত্যক্ত বাসায় ঘরের ধন্যার সাথে রশি দিয়ে ফাস টানিয়ে আবু সাইদ(১৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে মধুপুর কল্লোল মার্কেটের স্বজন কসমেটিকস এর মালিক বোয়ালী এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। তার পারিবারিক সূত্রে জানা যায়, কুড়ালিয়া মাদ্রাসা থেকে হেফজ পাশ করার পর সে প্রচন্ড মোবাইল ফোনের প্রতি আসক্তি হয়ে পড়ে।
তার পিতা শহিদুল ইসলাম জানান, লেখা পড়া না করার কারনে তাকে আমার সাথে দোকানে বসিয়ে দেই কিন্তু সে দোকানে মনোনিবেশ না করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। বেশ কিছুদিন যাবত সে কারো সাথে কথা বলতো না,চুপচাপ বসে দিন-রাত মোবাইল চালাতো। মোবাইল আসক্তির কারণেই সে আত্মহত্যা করেছে বলে জানান তার পিতা শহিদুল ইসলাম।
গতকাল মঙ্গলবার(১৯সেপ্টেম্বর) বিকেলে সে বাসা থেকে বের হয় এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুজির পর গতকাল রাতে তার পিতা মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ বুধবার সকালে তাদের ভাড়া দেওয়া বাসার পরিত্যক্ত রুমের তালা খোলা
দেখে প্রতিবেশী ভিতরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
খবর পেয়ে পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, এসআই হুমায়ুন ফরিদী ঘটনা স্থল পরিদর্শন করেন। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান