টাঙ্গাইলের মধুপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি, রশী টানা, মটরসাইকেল, বাইসাইকেল, হাড়ী ভাঙা, এবং তৈলাক্ত কলাগাছে উঠা খেলা দেখতে ঈদের দিন বিকেলে ঢল নেমেছিল বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষের। টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগন্তিনগর গ্রামে।
বেরিবাইদ ইউনিয়নের টার্গেট বাজার স্পোটিং ক্লাবের উদ্যোগে মাগন্তিনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রাণের খেলার আয়োজনে করোনা আতঙ্কে দীর্ঘদিন ধরে নির্মল বিনোদনহীন অবস্থায় থাকা বিভিন্ন গ্রামের নারী-পুরুষের উপস্থিত হয়ে খেলা উপভোগের মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করেন।
উন্মুক্ত তৈলাক্ত কলাগাছে উঠা খেলায় ১৫ জন প্রতিযোগী অংশ নেন। মামা ভাগ্নে দল নামে গ্রামের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত দুটি দলের ১৬ জন কাবাডি খেলায় অংশ নেন। কাবাডি খেলায় ভাগ্নে দলকে হারিয়ে মামা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে স্বল্পতম সময়ে তৈলাক্ত কলাগাছে উঠা খেলায় মুনসুর মিয়া প্রথম হয়ে গৌরব অর্জন করে।
খেলা শেষে টাইগার স্পোটর্টিং ক্লাবের সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন বেরিবাইদ ইউনিয়নের আওয়ামী লীগ আহ্বায়ক আঃ মান্নান সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ কাদের, সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার, উপজেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান নয়ন, টাইগার স্পোটর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রায়হান সরকার, মধুপুর প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মোঃ লিটন সরকার।
এসময় উপস্থিত ছিলেন বিজয় সেনা ক্লাবর সভাপতি আঃ রশিদ, বেরিবাইদ ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সহ প্রমুখ।