টাঙ্গাইলের মধুপুরে শ্বশুর বাড়ীতে জামাই আরশেদ আলীকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় অবশেষে ঘটনার ৩৬ দিন পর মধুপুর থানায় হত্যা মামলা নিয়েছে পুলিশ। নিহত আরশেদ আলীর ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে গত বুধবার (২৪ জুন) রাতে নিহতের স্ত্রী রেহেনা পারভীন, দুলাভাই আব্বাস আলী, শ্বশুর আবুল হোসেন ও শ্যালক স্বপনসহ আরো অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে এ হত্যা মামলা দায়ের করেন। ময়না তদন্ত প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়ায় হত্যা মামলা নেয়ার কথা স্বীকার করেছে মধুপুর থানা পুলিশ।
জানা যায়, গত ১৮ মে সোমবার মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের থলবাড়ী গ্রামের শ্বশুর বাড়ীর সুপারি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় আরশেদ আলী (৩২) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।
নিহত আরশেদ আলীর মা মাজেদা বেগম অশ্রুস্বজল কণ্ঠে জানান, স্ত্রী রেহেনা পারভীনের অসুস্থতার কথা বলে গত ১৭ মে রোববার আমার বাবাকে শ্বশুর বাড়ীতে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরের দিন সকালে শ্বশুর বাড়ীর পশ্চিম পাশে সুপারির গাছে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে বারবার মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। এ ঘটানায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় সংবাদকর্মীদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান নিহতের পরিবার। সংবাদপত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই অবশেষে ৩৬ দিনপর হত্য মামলা নিয়েছে পুলিশ। তিনি তার ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবী জানিয়েছেন।
নিহত আরশেদের ভাই মামলার বাদী মিজানুর রহমান জানান, রেহেনা পারভীন তার বোন জামাই আব্বাস আলীর সাথে পরকিয়ায় আসক্ত ছিলেন। যার কারণে তাদের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব-কলহ লেগেই থাকত। এ নিয়ে ঘরোয়া সালিশও হয়েছে কয়েক বার। এরই এক পর্যায়ে গত ১৩ মে আরশেদ আলী তার কর্মস্থল ঢাকায় চলে যায়। যাবার সময় বাবার বাড়ীতে না গিয়ে স্বামীর বাড়ীতে থাকার কথা নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী রেহেনা পারভীন স্বামীকে বলে আমি তোমাকে ছাড়তে পারবো কিন্তু দুলাভাইকে ছাড়তে পারবো না। এই কথা বলে রেহেনা পারভীন বাবার বাড়ী থলবাড়ীতে চলে যায়। যাবার পথে শ্বাশুড়ীকে ঘরের চাবি দিয়ে বলে যে, আমি আর আসবো না। এরপর গত ১৭ মে রোববার তার বড় বোনকে দিয়ে ঢাকা গাজীপুর আনোয়ার ইস্পাত লিঃ অফিসে ফোন দিয়ে বলে যে আরশেদ আলীর স্ত্রী খুবই অসুস্থ। দেখতে চাইলে আজকেই শ্বশুড় বাড়ী থলবাড়ীতে আসতে হবে। জরুরী খবর পেয়ে স্ত্রীকে দেখতে ওই দিনই শ্বশুড় বাড়ীতে আসে আরশেদ। পরদিন ভোরে শ্বশুড় বাড়ীর পাশে সুপারি গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকেই স্ত্রী রেহেনা পারভীন ও তার দুলাভাই আব্বাস আলী, শ্বশুড় আবুল হোসেন, শ্যালক স্বপন মিয়া পলাতক রয়েছে।
আরশেদের আরেক ভাই সুুরুজ আলী জানান, ভাই আরশেদ আলীকে মেরে বাড়ীর পশ্চিম পাশে ছোট এক চিকন সুপারি গাছে মাটির সাথে দাঁড় করানো অবস্থায় গলায় রশি দিয়ে ফাঁসির মতো করে রাখা হয়।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, এ ঘটনায় ময়না তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি। ময়না তদন্তের প্রতিবেদনে আরশেদ আলীকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়ায় বুধবার (২৪ জুন) রাতে হত্যা মামলা নেয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের জোরতৎপরতা চলছে।