সারাদেশে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারী বা ঘণ কুয়াশা পড়তে পারে এবং বিকাল পর্যন্ত কোথাও কোথাও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়বে।
আজ দেশের সর্ব নিন্ম তাপমাত্রা রাজারহাটে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ডিমলায় ২৬ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
অন্যদিকে পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যদয় ভোর ৬ টা ৩১ মিনিটে।