শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের সুবিধার্থে মাসিক প্যাকেজ ক্রয়ের বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও গ্রামীণ ফোন লিমিটেড-এর মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন ও গ্রামীণ ফোন লিমিটেড-এর পক্ষে হেড অব ইমারজিং ইঞ্জিনিয়ারিং এর পরিচালক এম. শাওন আজাদ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুলভ মুল্যে ২টি ইন্টারনেট প্যাকেজসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবে।
এসময় বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, গ্রামীণ ফোন লিমিটেড-এর প্রোডাক্ট পাটনারশিপ এন্ড অপস এর পরিচালক সাব্বির হোসাইন, টাঙ্গাইল জোন ম্যানেজার মোঃ রাকিব ফয়সাল খানসহ সংশ্লিস্ট কমিটির সদস্যবৃন্দ, গ্রামীণ ফোন লিমিটেড-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।