টাঙ্গাইলের বাসাইলে সিঙ্গাপুরস্থ ‘টাঙ্গাইল কিং-১২’ নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে দুইটি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।
শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার কাশিল দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে শতাধিক মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করে এ সংগঠনটি।
কে.বি.এন, বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক তরুণ ইউসুফ, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ,বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল ছাত্তার জমাদার,উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি জহির আহমেদ পিন্টু জমাদার,সংগঠনটির উপদেষ্টা আলমগীর হোসেন খান,প্রধান সমন্বয়ক রিফাত খান,গ্রুপ অনার মামুন খান,দিপ,রাকিব সহ প্রমুখ।