টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গঙ্গাঁচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম সংগ্রাম।
রোববার (৯ জুন) দুপুরে বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান খানের উপস্থিতিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রথম বারের মতো ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন।
এসময় উপস্থিতি ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কাদের খান, অভিভাবক সদস্য ডাঃ রতন কুমার সূত্রধর, মোঃ আনোয়ার হোসেন মিয়া, শফিকুল, উজ্জল মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক মুন্নী আক্তার, দাতা সদস্য জগদীশ চন্দ্র কর্মকার, সাধারণ শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আলীনুর কবীর, শামীমা আক্তার, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শিখা রানী পাল প্রমুক।
নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম সংগ্রাম বলেন, মিরিকপুর গঙ্গাঁচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে কাজ করবো। দীর্ঘদিনের মাঠটিতে মাটি ভরাট করবো।১৯৯৬ সালের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মৃতিস্তম্ভ সংস্কার করাসহ বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্র বাথুলী থেকে পুনরায় বাসাইল নিয়ে আসার চেষ্টা করবো।