টাঙ্গাইলের মির্জাপুরে আমবোঝাই পিকআপ উল্টে ২ জন নিহত হয়েছেন।
বুধবার( ২ আগস্ট) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার জামুর্কী এলাকায় এদুর্ঘটনা ঘটে।
গােড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী আমবােঝাই পিকআপ সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের ওই স্থানে পৌঁছার পর একটি বাস অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এত ঘটনাস্থলেই নরসিংদি জেলার অর্থ বর্মন (১৫) নিহত হয়। আহত অবস্থায় কুমুদিনী হাসপাতালে নেয়ার পর একই এলাকার আরিফুল ইসলাম (২৩) মারা যায়। তারা দুজন আম ব্যবসায়ী।
গােড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।