টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে নৌকার মনোনয়ন বঞ্চিত আ.লীগের চার নেতা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইলেন। সোমবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক জণসমাবেশে এক মঞ্চে দাড়িয়ে তারা ভোট প্রার্থনা করলেন।
বিকেল চারটায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচনী সমাবেশ অনুষ্টিত হয়। সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আ.লীগ নেতা মোবারক হোসেন সিদ্দিকী। এই সমাবেশে উপস্থিত হয়ে তার পক্ষে ভোট চাইলেন মনোনয়ন বঞ্চিত আ.লীগের চার নেতা। এরা হলেন, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য মেজর (অব.) ড. খন্দকার আব্দুল হাফিজ, জেলা আ.লীগের সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি।
এছাড়াও আরো বক্তৃতা করেন পৌর মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ, উপজেলা আ.লীগের সহসভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, দপ্তর সম্পাদক জহিরুল হক প্রমুখ।
উল্লেখ, এই আসন থেকে আ.লীগের মনোনয়ন চেয়েছিলেন ৯ জন। মনোনয়ন পেয়েছেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি। দলের মনোনয়ন না চাইলেও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন আ.লীগ নেতা মীর এনায়েত হোসেন মন্টু। সোমবারের সমাবেশের মাধ্যমে আ.লীগের মনোনয়ন বঞ্চিত চার নেতা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারনায় এলেন।