টাঙ্গাইলের মির্জাপুরে উৎসবমুখর অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে এই বই বিতরণ শুরু হয়েছে।
সকাল দশটায় মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার প্রমুখ।
পরে সংসদ সদস্য খান আহমেদ শুভ এবং উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন।
বেলা ১১টায় সংসদ সদস্য খান আহমেদ শুভ মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।
এসময় বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সহ-সভাপতি হজরত আলী মিঞার সভাপতিত্বে অন্যদের মধ্যে উ্পজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন বক্তৃতা করেন।
বেলা ১২টায় খান আহমেদ শুভ এমপি কান্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।
এছাড়াও পোষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাতগ্রাম কেআরএস ইনস্টিটিটিউটসহ উপজেলার সর্বত্র বই বিতরণ উৎসব পালিত হয়।