টাঙ্গাইলের মির্জাপুরে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর মা সুরাইয়া বেগামের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) সন্ধায় পোষ্টকামুরী দক্ষিণপাড়া মজসিদ প্রাঙ্গনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রমজান আলী কোরানিয়া হাফিজিয়া মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খান আহমেদ শুভ।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় বক্তুতা করেন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা আ.লীগের উপদেষ্টা ফরহাদ উদ্দিন আছু, মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি আশরাফ আহমেদ প্রমুখ।
এর আগে খান আহমেদ শুভর মায়ের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন পোষ্টকামুরী দক্ষিণপাড়া মসজিদের ঈমাম সাইফুল ইসলাম।
দোয়া মাহফিলে দক্ষিণপাড়ার দুই শতাধিক নারী, পুরুষ, শিশু, কিশোর অংশ নেয়।