টাঙ্গাইলের মির্জাপুরে প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে পথচারী, রিকশাচালক, যানবাহন শ্রমিক ও দিনমজুরদের শরবত পান করানো হয়েছে। মঙ্গলবার দুপুরে পুরাতন বাসস্ট্যান্ডের গোলচত্বরে এই শরবত পানের আয়োজন করা হয়।
কৃষক শ্রমিক জনতা লীগ মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপসের নেতৃত্বে দলের নেতাকর্মীরা বড় কয়েকটি পাত্রে লেবু ও চিনি দিয়ে শরবত তৈরি করে তাতে বরপ মিশিয়ে ওই স্থানে অবস্থান নেন। এসময় দলের সদস্য সাহিদা আক্তার হ্যান্ড মাইকে পথচারী, শ্রমিক, রিকশাচালকদের শরবত পান করার আহবান করেন। মুহুর্তের মধ্যে উৎসুক কয়েকশত মানুষ শরবত পান করেন।
কৃষক শ্রমিক জনতা লীগ মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপসের সাথে কথা হলে তিনি বলেন, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম আমাদের শিখিয়েছেন দুঃসময়ে মানুষের পাশে দাড়ানোই হল রাজনীতি। শরবত পান করানো তারই একটি অংশ।