টাঙ্গাইলের মির্জাপুরেবিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের পাশে আলোচনাসভা, দোয়া মাহফিল ও গণভোাজের মাধ্যমে এই অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, উপজেলা মহিলা দলের সভাপতি জেলা পরিষদ সদস্য খালেদা সিদ্দিকী স্বপ্না, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ।