টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনেকাটা পড়ে আরিফ সিদ্দিকী (৩৩) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ সিদ্দিকী উপজেলার গোড়াইল গ্রামের কাইয়ূম সিদ্দিকীর ছেলে।
জানা গেছে, শনিবার ভোরে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আরিফ সিদ্দিকী নিহত হন। তার মরদেহের পাশ থেকে একটি ধারালো ছুরি এবং কয়েকটি মোবাইল ফোনের কাভার পাওয়া গেছে বলে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানিয়েছেন। আরিফ সিদ্দিকী মাদকাসক্ত এবং একটি চক্রের সাথে ট্রেন স্টেশন এলাকায় ছিনতাই কাজের সাথে যুক্ত থাকতো বলে স্থানীয়দের অভিযোগ।
মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাষ্টার মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে টাঙ্গাইল রেল পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি ও তিনটি মোবাইল কাভার উদ্ধার করেছে বলে তিনি জানিয়েছেন।