মির্জাপুরে নতুন করে করোনা শনাক্ত ১৮ জন,মোট শনাক্ত ১৭৩ জন
স্বপ্ননীল, আমাদের টাঙ্গাইল টোয়েন্টিফোর ডট কম.
টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে এক পরিবারে চারজন ও দুই পুলিশ সদস্যসহ ১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৩ জন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ২০ জন, গতকাল শুক্রবার ১০ জন আর আজ শনিবার শনাক্ত হলো ১৮ জন। তিনদিনে মোট উপজেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন। যার ফলে জেলায় যথারীতি করোনা শনাক্তের শীর্ষে রয়েছে মির্জাপুর। এদের মধ্যে সাতজন নারী, দুই পুলিশ কনস্টেবলসহ একজন চিকিৎসক ও এক শিশু রয়েছেন।
নতুন সংক্রমিত ব্যক্তিরা হলেন মির্জাপুর পৌরসভার ভিতরে সাতজন শনাক্ত এরা হলেন ৭ নং ওয়ার্ডে সরিষাদাইড় গ্রামের এক পরিবারে চারজন এক নারী (৫১),তার ছেলে (৩১),ছেলের বউ (২৩),শিশু (৬), পৌরসভার ২ নং ওয়ার্ড বাইমহাটি এলাকার কিশোরী (১৩), পৌরসভার ৩ নং ওয়ার্ড দুইজন পুষ্টকামুরী গ্রামের নারী (১৯),ও মির্জাপুর থানার পুলিশ সদস্য পুরুষ (৫৬), উপজেলার গোড়াই ইউনিয়নের শনাক্ত পাঁচজন এরা হলেন গোড়াই গন্ধব্যপাড়ার পুরুষ (৫০),ক মিদ দেওহাটা গ্রামের পুরুষ (৩৩), গোড়াই এলাকার নারী (৩১) ও পুরুষ (৩০),সোহাগপুর এলাকার নারী (২৬), ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের পুরুষ (৪৬) ও নারী (২০) , জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা গ্রামের চিকিৎসক (৫০),বানাইল ইউনিয়নের ভররা গ্রামের পুরুষ (৩৩) ,বহুরিয়া ইউনিয়নের বড় গবড়া গ্রামের যুবক (২৩) , মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কনস্টেবল (২৭) রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রমতে ও মির্জাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল মালেক মোস্তাকিম জানান, গত ১৯, ২২ ও ২৩ জুনের অবশিষ্ট আংশিক রিপোর্ট এবং ২৪ জুনের প্রেরিত নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আজ নতুন করে ওই ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হঢেছে। এ পর্যন্ত মির্জাপুরে করোনায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪৩ জন আর মারা গেছেন ৪ জন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। পৌরসভার ৩ নং ওয়ার্ডে ৭ দিনের লকডাউন চলছে দ্বিতীয় ধাপে গত ২৬ জুন থেকে ২ জুলািই পর্যন্ত চলবে ২৭ জুন শনিবার আজকের দুইজন শনাক্তসহ এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত ৩ নং ওয়ার্ডে ৪০ জন করোনা পজেটিভ।