আজ ৩০ জুন মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নতুন করে শরোনা পজেটিভ শনাক্ত হয়েছে ১১ জন। এ নিয়ে উপজেলায় মোট করোনা পজেটিভ শনাক্ত হলো ১৯৪ জন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম জানান, আজ ৩০ জুন মঙ্গলবার ১১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে, এর মধ্যে ৭ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যাক্তিরা হলেন উপজেলার গোড়াই ইউনিয়নের তিন জন। গোড়াই মঈন নগর গ্রামের মহিলা (৫০), নাজিরপাড়ার যুবতী (২৪),গোড়াই এলাকা যুবক (৩৬), মহেড়া ইউনিয়নের দুই জন মহেড়া পুপুলিশ টট্রেনিং সেন্টারের পুলিশ সদস্য পুরুষ (৪০) ও হিলড়া গ্রামের যুবক (৩৬), জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামরর মহিলা (৩১), লতিফপুর ইউনিয়নের ছলিমনগর গ্রামের পুরুষ (৪৮), বাশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামে যুবক (৩২), ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের পু্রুষ (৪০), বানাইল ইউনিয়নের ভররা গ্রামের যুবক(৩৪) ও মির্জাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের মহিলা (৪১) করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। মির্জাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল মালেক মোস্তাকিম জানান, আজ উপজেলায় নতুন করোনা পজেটিভ শনাক্ত ১১ জন নিয়ে মোট করোনা পজেটিভ ১৯৪ জন এ দাঁড়ালো,যা জেলায় সর্বোচ্চ আর পৌরসভার ৩ নং ওয়ার্ডে আজও এক নারী শনাক্ত হয়েছেন। এ ওয়ার্ডে মোট করোনা পজেটিভ সংখ্যা ৪২ জন। এ ওয়ার্ডটি বর্তমানে দ্বিতীয় ধাপের ৭ দিনের লকডাউনের আওতায় রেয়েছ।